যানজট নিরসনে উত্তাল দারিয়াপুর

0

লিটন মিয়া লাকু, গাইবান্ধা ॥ গাইবান্ধা সদর উপজেলার অন্যতম বাণিজ্যিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বন্দর দারিয়াপুর। ফলে বন্দরটিকে ঘিরে গড়ে উঠেছে ১টি কলেজ, ১টি হাইস্কুল, ১টি বালিকা বিদ্যালয়, ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ১টি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ অসংখ্য এনজিও প্রতিষ্ঠান। আর এইসব প্রতিষ্ঠানে প্রতিদিন অন্তত কয়েক হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আশা যাওয়া করে। অথচ বন্দটিতে কোন পরিকল্পিত বন্দরায়ন গড়ে না ওঠায় বন্দরটি দিন দিন তার ঐতিহ্য হারিয়ে ফেলেযেতে চলেছে।

দীর্ঘদিন থেকে বন্দরটিতে যানজট প্রকট আকার ধারণ করায় শিক্ষার্থীসহ পথচারীরা যাতায়াতে বিড়ম্বনার স্বীকার হচ্ছে। বছর খানেক থেকে সচেতন নাগরিক পরিষদ (সনাপ) যানজট নিরসনে আন্দোলন করে আসলেও কর্তৃপক্ষ্যের টনক নড়েনি! ফলে কর্তৃপক্ষ্যের দৃষ্টি আকর্ষণ করতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে যানজট নিরসনে গাইবান্ধা-ধর্মপুর উপ-মহাসড়কের দারিয়াপুর নামক স্থানে দুপুর ১২টায় ঘন্টাব্যাপী মানব বন্ধনের আয়োজন করে। মানব বন্ধনে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী স্বত্বস্ফূর্ত ভাবে অংশগ্রহন করে।

বৃহস্পতিবার (২৮মার্চ) দুপুর ১২টায় সচেতন নাগরিক পরিষদ (সনাপ) এর আয়োজনে মানব বন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক পরিষদের আহবায়ক সুকুমার চন্দ্র মোদক, সদস্য সচিব আব্দুর রশিদ সরকার, দারিয়াপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, হাজী ওসমান গণি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক রেজা, ময়নুল কবীর মন্ডল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, আইডিয়াম প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুর রউফ, সমাজ সেবক কাজী নজরুল ইসলাম হারান, আলহাজ্ব তাজুল ইসলাম, ডা. শাহজাহান, বাসদের জেলা আহবায়ক গোলাম রব্বানী, সিপিবির উপজেলা কমিটির সভাপতি সাদেকুল ইসলাম, নূলে আলম সিদ্দিক পিটন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন লক্ষণ চন্দ্র রায়।

বক্তারা অবিলম্বে দারিয়াপুর বন্দরের যানজট নিরসনে সিএনজি ও অটোরিক্সা ষ্ট্যান্ড স্থানান্তর, চৌমাথা থেকে যাত্রী ছাউনি সরিয়ে গোল চত্ত্বর নির্মাণ, রাস্তার উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাইপাস সড়ক নির্মান, হাটের জায়গা বৃদ্ধি করণ, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পীড ব্রেকার নির্মাণ ও মাদক নিমূলসহ পরিচ্ছন্ন দারিয়াপুর গড়ার দাবী জানান।

Leave A Reply