- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

মো.মিজানুর রহমান নাদিম, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার যাত্রীবাহী আলফা ষ্ট্যান্ড সংলগ্ন বটতলা নামক স্থান থেকে তাদের আটক করে।
জানা গেছে, পটুয়াখালী জেলার মহিপুর থানাধীণ খাপরা ভাঙ্গা গ্রামের মৃতুঃ তাজেল উদ্দিন মৃধার পুত্র ইয়াবা ব্যবসায়ী বাবুল মৃধা তার স্ত্রী হাসিনা বেগম সাড়ে ১২টার দিকে তালতলী বাজারের যাত্রীবাহী আলফা ষ্ট্যান্ড থেকে ইয়াবা নিয়ে যাত্রী বেশে অটো বোরাক যোগে কড়ইবাড়ীয়া রওয়ানা দেয়। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। পুলিশ বাবুলের শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো কাপড়ের ব্যাগ থেকে ২ শত পিচ করে প্যাকেটের ১০ প্যাকেট (অর্থাৎ ২ হাজার পিচ) ইয়াবা উদ্ধার করে।
তালতলী থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২হাজার পিচ ইয়াবাসহ বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা বেগমকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।