- বিশেষ ক্ষমতা আইনে ১৭ টি মামলা ৭টি জিডি চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সাফল্য - September 25, 2023
- জামালপুর জেলার নিবার্চনী হালচাল - September 23, 2023
- সরিষাবাড়ীতে সংস্কার হলো রাস্তা, কমলো জনদূভোর্গ - September 23, 2023

মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি:
বরগুনার তালতলীতে দৈনিক ভোরের ডাকের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। প্রতিষ্ঠার এই আনন্দময় দিনে ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম বেলালের সভাপতিত্বে ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় বুধবার সকাল ১০টায় তালতলী সাংবাদিক ইউনিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঠক নন্দিত এই পত্রিকার ২৯তম বর্ষে পথচলার শুভকামনা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের তালতলী সংবাদ দাতা মোঃইউসুফ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালতলী প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি, এবং সাপ্তাহিক বিপ্লবী জনতার সম্পাদক মো. আঃ মুতালেব। দৈনিক শেষ কথার তালতলী উপজেলা প্রতিনিধি,মো.মাসুম।দৈনিক বরিশালের আজকাল এবং এস টিভি বাংলা তালতলী প্রতিনিধি মোঃ হাইরাজ। দৈনিক আমার প্রানের বাংলাদেশ উপজেলা প্রতিনিধি মোঃ বেলাল আহমেদ প্রমুখ।
এসময় অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিপ্লবী জনতার স্টাফ রিপোর্টার শাহীন মৃধা ,স্বাধীন বাংলা নিউজ টিভি বরগুনা প্রতিনিধি,মো.মিজানুর রহমান নাদিম, প্রমুখ। দীর্ঘ ২৮ বছরের পথচলাকে অভিনন্দন জানিয়ে বক্তারা ভোরের ডাক পত্রিকার আপোষহীণ লড়াইকে সাধুবাদ জানান। সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী, অসাম্প্রদায়িকতা এবং সামাজিক সাম্য নিশ্চিতে ভোরের ডাক পত্রিকার অবদানকে তুলে ধরে বক্তারা বলেন, ভোরের ডাক মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে কথা বলে। গণ মানুষের কথা তুলে ধরে বলেই ভোরের ডাক পাঠক মহলে নন্দিত সমাদৃত