- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

মেহেদী হাসান, টাঙ্গাইল
টাঙ্গাইলে দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জের প্রতিনিধি আবু জাফর ও চট্রগ্রামের লোহাগড়া প্রতিনিধি সেলিম উদ্দিনের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করেছে টাঙ্গাইল প্রেসকাব। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসকাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচীর আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসকাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ড. কামরুজ্জামান, টাঙ্গাইল টেলিভিশন ফোরামের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মহাব্বত হোসেন, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মির্জা শাকিল, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত প্রমুখ। এসময় টাঙ্গাইলের সকল প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
সাংবাদিকরা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে। গ্রেফতারকৃতদের অনতিবিলম্বে মুক্তির দাবি জানান সাংবাদিকরা।