- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

সোহেল রানা:- কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় জিকে সেচ খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু জানান, বুধবার ৪দুপুর টা ০০ মিনিটে স্থানীয়রা জিকে সেচ খালে লাশটি ভেসে আসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য সেবন করে পানিতে পরে তার মৃত্যু হয়। তবে এখনও লাশটির পরিচয় পাওয়া যায়নি।