- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

নিজস্ব প্রতিবেদন
ইলেকট্রনিক্স মিডিয়াভিত্তিক সাংবাদিক সংগঠন ‘মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরাম’ এর কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ছেঙ্গারচর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির কার্যকরী পরিষদ-২০১৯-২০ মেয়াদে কমিটি গটন করা হয়।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এইচএম ফারুক (আনন্দ টিভি), সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির (চ্যানেল এস), সাংগঠনিক সম্পাদক আরাফাত আল-আমিন (একাত্তর টিভি)। অন্যান্য কার্যকরী সদস্যরা হলেন- সহ-সভাপতি ইসমাইল খান টিটু (পল্লী টিভি), যুগ্ম-সাধারন সম্পাদক মো. দ্বীন ইসলাম (এসটিভি বাংলা), কার্যকরী সদস্য বোরহান উদ্দিন ডালিম (চ্যানেল এস) ও জাকির হোসেন বাদশা (এসটিভি বাংলা)।
উল্লেখ্য, মতলব উত্তর উপজেলায় এই প্রথম টেলিভিশন ভিত্তিক সাংবাদিক ফোরাম গঠিত হল।