সরিষাবাডী উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন
- স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন,,,,,শোভন - March 26, 2023
- মহান স্বাধীনতা দিবসে সরিষাবাড়ী - March 26, 2023
- বি এনপির উদ্ধোগে বিশাল র্যালি নিয়ে ধনবাড়ী জাতীয় শহীদ মিনারে পূস্পস্তবক অর্পন - March 26, 2023

জেলা প্রতিনিধি
সারাদেশের ন্যায় সরিষাবাডী উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উদ্যাপিত হয়েছে।
সরিষাবাডীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। আজ ১৭মার্চ সকাল ৭টার দিকে উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জামালপুর -৪ (সরিষাবাডী ) আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান এমপি , উপমা ফারিসা, উপজেলা নির্বাহী অফিসার সরিষাবাডী। গিয়াস উদ্দিন পাঠান, চেয়ারম্যান উপজেলা পরিষদ সরিষাবাড়ী। আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বাদশা, সভাপতি উপজেলা আওয়ামী লীগ সরিষাবাডী। এ কে এম আশরাফুল আলম, সভাপতি উপজেলা আওয়ামী যুবলীগ সরিষাবাডী উপজেলা শাখা। আনোয়ার হোসেন রাঙ্গা, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ সরিষাবাডী উপজেলা শাখা। সিদ্দিকুর রহমান, সভাপতি পিংনা ইউনিয়ন যুবলীগ। সাখাওয়াত আলম মুকুল, কাউন্সিলর ৫নং ওয়ার্ড সরিষাবাডী পৌরসভা। সরিষাবাডী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, এ কে এম আশরাফুল ইসলাম। তরুণ উদীয়মান আওয়ামী লীগ নেতা মইনুল হোসেনসহ বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। পরে সকাল ১০টার দিকে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরিষাবাডী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি, মাননীয় সংসদ সদস্য ১৪১,জামালপুর ০৪।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান, চেয়ারম্যান উপজেলা পরিষদ সরিষাবাড়ি। সভাপতিত্ব করেন, উপমা ফারিসা, উপজেলা নির্বাহী অফিসার সরিষাবাডী।
Comments are closed, but trackbacks and pingbacks are open.