- স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন,,,,,শোভন - March 26, 2023
- মহান স্বাধীনতা দিবসে সরিষাবাড়ী - March 26, 2023
- বি এনপির উদ্ধোগে বিশাল র্যালি নিয়ে ধনবাড়ী জাতীয় শহীদ মিনারে পূস্পস্তবক অর্পন - March 26, 2023

জেলা প্রতিনিধি ঃ জামালপুর জেলার সরিষাবাডী স্বাধীন (৩০) নামের এক অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে একটি ছিনতাইকারী চক্র।
বুধবার সকালে সরিষাবাডী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন এর বয়ডা ব্রিজের নিচে নদী থেকে অটোরিকশাচালক স্বাধীন এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত স্বাধীন সরিষাবাডী উপজেলার মাজালিয়া গ্রামের মৃত আবদুল জলিল খান এর ছেলে বলে জানা গেছে। তিনি মাজালিয়া সহ সরিষাবাডী এলাকায় নিজ বাড়ী থেকে অটোরিকশা চালাতেন।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সরোয়ার হোসেন জানান, বয়ড়া বাজারের পশ্চিম পাশে সুবর্ণ খালি নদী ব্রিজ এর নিচে
৫নং পিলার গোডালির দক্ষিণ পাশে পানি
থেকে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাস ফেলে রেখে কেউ তার অটোরিকশা ছিনতাই করেছে।
মোঃ সুজল উদ্দিন
Comments are closed, but trackbacks and pingbacks are open.