হার্ট অ্যাটাক হয়েছে সুস্মিতার

 

হার্ট অ্যাটাক করেছেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নিজেই জানিয়েছেন ৪৭ বছর বয়সী এ অভিনেত্রী।

 

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বাবা সুবির সেনের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন, কয়েকদিন আগে আমার হার্ট অ্যাটাক হয়েছিল। এনজিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে। তবে আমার কার্ডিওলজিস্ট আবার নিশ্চিত করেছেন যে, আমার একটা বড় হার্ট আছে।

বিবি নম্বর ওয়ান, ডু নট ডিস্টার্ব, ম্যায় হুঁ নার মতো বেশ কয়েকটি জনপ্রিয় বলিউড সিনেমার অভিনেত্রী সুস্মিতা সব সময় ফিট থাকতে পছন্দ করেন। সাবেক মিস ইউনিভার্স তার ফিটনেস ভিডিও প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে থাকেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.