সুইডেনে পবিত্র কুরআন শরীফ আগুনে পুড়ানোর প্রতিবাদে নগরকান্দায় ইসলামী জনতার বিক্ষোভ

 

মিজানুর রহমান
ফরিদপুর প্রতিনিধি ঃ
সুইডেনে পবিত্র কুরআন শরীফ আগুনে পুড়ানোর প্রতিবাদে ও পাঠ্য বই থেকে ইসলাম বিরোধী সেলেবাস বাতিলের দাবীতে নগরকান্দায় ইসলামী জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।১০ ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুম্মা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে নুরুল আমিন এর সঞ্চালনায় মুফতি ইসমাতুল্লাহ কাসেমী’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা লিয়াকত আলী। সভায় বক্তব্য রাখেন মুফতী আসাদুজ্জামান কাসেমী, মুফতী জাহিদুল ইসলাম, মুফতী হাসিবুর রহমান, মাওলানা কামরুজ্জামান, হাফেজ আবিদ হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার হাজারও ইসলাম প্রেমিক ওলামা মাশায়েক সহ ধর্ম প্রিয় মুসলমান উপস্থিত ছিলেন। সভায় মাওলানা লিয়াকত হোসেন বলেন সুইডেনে পবিত্র কুরআন শরীফ যে পুড়িয়েছে তার সর্বচ্চ সাস্তি মৃত্যু দন্ড দেয়ার দাবি সহ বাংলাদেশে যে সকল পাঠ্য বইয়ে ইসলাম বিরোধী সেলেবাস দিয়া হয়েছে তা অনতি বিলম্বে পরিহার বাদ দিতে হবে, তা না হলে দেশব্যাপী ইসলামী জনতা নিয়ে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.