প্রথমবার ইসরায়েল-আমিরাত-বাহরাইন যৌথ নৌ মহড়া

ইসরায়েলের সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সমন্বয়ে পরিচালিত ইসরায়েলি রণতরির সঙ্গে উপসাগরীয় কোনো দেশের নৌবাহিনীর যৌথ মহড়া চালানোর ঘটনা এটিই প্রথম।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, লোহিত সাগরে পাঁচ দিনের নৌ-মহড়ায় অংশ নিয়েছে আমিরাত, বাহরাইন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের রণতরি।

মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড বলছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে যৌথভাবে কাজ করতে অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর দক্ষতা বৃদ্ধি এই প্রশিক্ষণের উদ্দেশ্য।

জানা গেছে, গত বছর সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম অ্যাকর্ড নামে একটি স্বাক্ষর করে। তারপর এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে দেশগুলো।

Comments are closed, but trackbacks and pingbacks are open.