- স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন,,,,,শোভন - March 26, 2023
- মহান স্বাধীনতা দিবসে সরিষাবাড়ী - March 26, 2023
- বি এনপির উদ্ধোগে বিশাল র্যালি নিয়ে ধনবাড়ী জাতীয় শহীদ মিনারে পূস্পস্তবক অর্পন - March 26, 2023

দুদিন আটকে রাখার পর মঙ্গলবার মুক্তি দেওয়া হয়েছে আল-জাজিরার খার্তুমের ব্যুরো প্রধান এল মুলাসমি এল কব্বাশিকে। দুদিন আগে মধ্যরাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এল মুলাসমি এল কাব্বাশিকে কেন আটক করা হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। গেলো মাসে সামরিক ক্ষমতা দখলের বিরুদ্ধে সুদান জুড়ে গণবিক্ষোভে আটক কয়েকশ মানুষের মধ্যে এই সাংবাদিকও ছিলেন।
আল জাজিরা ওই সাংবাদিকের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে সেনাবাহিনীর পদক্ষেপকে নিন্দনীয় বলেছে, সেই সাথে ওই সাংবাদিককে বাধাহীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে। আর ওই গ্রেপ্তারের জন্য সেনাবাহিনীকে দায়ী করছে আল জাজিরা।
২০১৯ সালে, নিরাপত্তা বাহিনী খার্তুমে নেটওয়ার্কের অফিস বন্ধ করে এবং দেশে নেটওয়ার্কের সংবাদদাতাদের কাজের অনুমতি প্রত্যাহার করে।
দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে রবিবারও আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
২৫ অক্টোবর সুদানে শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহান। প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। সহিংসতায় প্রাণ যায় অনেক মানুষের। আহত হয় অনেক মানুষ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.