- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
জেলার দুর্গাপুরের চন্ডিগড়ে শ্রীশ্রী নয়নযোগী আশ্রমের আয়োজনে নানা আয়োজনের মাধ্যমে বুধবার গভীর রাতে ৪৬তম সনাতন ধর্মীয় মহাসম্মেলন শেষ হয়েছে।
এ উপলক্ষে ৩দিন ব্যাপি এ মহাসম্মেল উদ্বোধন হয় ২৫ মার্চ সন্ধ্যায়। আয়োজনের মধ্যে ছিল অধিবাস কীর্ত্তণ, হরিনাম মহাযজ্ঞ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশ্ববান্ধব কবি সম্মেলন, বিশ্ব শান্তি প্রার্থনা, ধর্মীয় নাটক ও ৫ম দোল উৎসব। আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রী নিত্যানন্দ গোস্বামী নয়ন এর সঞ্চালনায় সম্মেলন‘র সভাপতি অজয় দে এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, কবি আবুল বাশার, কবি লোকান্ত শাওন, কবি শফিউল আলম স্বপন, কবি দুনিয়া মামুন, কবি রিনা হায়াত, কবি মামুন রণবির ও সম্মেলন উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দে প্রমূখ।
বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতির বন্ধন এই বাংলাদেশে এখনো ঈদ ও পূজোর আনন্দ অনেকেই ভাগাভাগি করে পালন করে থাকে। নতুন প্রজন্মের কাছে সম্প্রীতির এ বন্ধন গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে। পরিশেষে সুখী সমৃদ্ধি দেশ গড়ার লক্ষে বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণ করা হয়।