- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
জেলার দুর্গাপুরে উপজেলা সমাজসেবা দপ্তর আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ০৫ জন প্রতিবন্ধি শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
সুসঙ্গ সরকারী কলেজ মাঠে মঙ্গলবার বিকেলে ইউএনও মোহাম্মদ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মানু মজুমদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা, পারভীন আক্তার, অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার উপজেলার সকল দপ্তরের অর্পিত দায়িত্ব সম্পর্কে খোঁজ রাখছেন। সমাজসেবা দপ্তর থেকে প্রায় ১৯ ধরনের ভাতা প্রদান করা হচ্ছে। এ সেবা নেয়ার তথ্য মানুষের দোড় গোঁড়ায় পৌছে দেয়ার জন্য সকলকে এক যোগে কাজ করতে হবে।