- কাশিমপুরে অবৈধ তিতাস গ্যাস সংযোগের মহা উৎসব - December 2, 2023
- জামালপুরে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত – স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল - December 2, 2023
- জামালপুরে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু’র মনোনয়নপত্র দাখিল – সাংবাদিকদের সাথে মতবিনিময় - December 2, 2023

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার বগুড়া ঃ সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বগুড়ার ধুনটে মুক্তিযোদ্ধা এস এম শহিদুল্লাহকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৭টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটী গ্রামে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় তার স্ত্রী লিপি বেগম তার ভাসুর, জা এবং তাদের দুই সন্তানের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা এস.এম শহিদুল্লাহর সাথে তাঁর বড় ভাই শাহজাহান আলী সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। সোমবার সকাল ৭টায় শাহজাহান আলী, তার স্ত্রী পিয়ারা বেগম, ভাতিজা আব্দুল করিম ও সিহাব উদ্দিন ওই মুক্তিযোদ্ধাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ঘটনার প্রতিবাদ করলে তারা মুক্তিযোদ্ধা শহিদুল্লাহকে মারধর করে এবং গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় তার একটি দাঁত ভেঙ্গে যায়। পরে প্রতিবেশী ও স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মুক্তিযোদ্ধা শহিদুল্লাহকে মারধর ও হত্যা চেষ্টার ঘটনায় তাঁর স্ত্রী লিপি বেগম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।