- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন শ্রেণির সরকারী নতুন পাঠ্য বই সহ শরিফুল ইসলাম (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ পৌর শহরের ৬নং ওয়ার্ডের ঝিলপাড়ার গালস্ স্কুল মোড়ের একটি ভাংরীর দোকানে অভিযান চালিয়ে এ বই উদ্ধার করেন।
এসময় বই ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে শরিফুল ইসলাম নামের এক যুবককে আটক করে পুলিশ। আটক শরিফুল ফুলপুকুরিয়া কুন্দু খালাসপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তবে সরকারী বই বিক্রি চক্রের মূল হোতা ভাই-ভাই ভাংরী দোকানের মালিক ওবাইদুল হক এ অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারী বই বিক্রয় দন্ডনীয় অপরাধ। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।