- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার বগুড়া ঃ
বগুড়ার সাবগ্রাম এলাকায় টিএমএসএসের মাঠ কর্মিকে ছুরিকাঘাত ও গলার শ্বাসনালি কেটে টাকা ছিনতায়ের ঘটনায় প্রধান আসামীসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বগুড়া সদরের চান্দপাড়া গ্রামের প্রধান আসামী দুলাল(২২) হাবিল কাইল্যার ছেলে এবং একই গ্রামের লিটনের ছেলে সাব্বির হোসেন (২১) । বুধবার প্রধান আসামী দুলাল বগুড়া দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন না মঞ্জুর করেন।থানা সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার গোলাবাড়ী শাখার টিএমএসএস’র মাঠ কর্মি আবু নোমান মোঃ আব্দুল নাফি সোমবার সাবগ্রাম এলাকায় কিস্তির টাকা আদায় করছিল। এসময় ওই শাখার ফিল্ড সুপারভাইজার আবুল কালাম তার সঙ্গেই ছিল। আদায় শেষে দুপুর ১টা নাগাত তারা সাবগ্রাম ইউনিয়নের চাঁন্দপাড়া গ্রামের কাঁচা রাস্তার পাশে অবস্থিত পোল্টি ফার্মের সামনে পৌছুলে ছিনতাইকারীরা ধারালো চাকু, ছোরা নিয়ে তাদের পথ আটকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীদের বাধা দিলে তারা আবু নোমানের বুকে, পিঠে ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আবু নোমান গুরুতর আহত হয়। এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয় এবং কিডনি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসা দেওয়া হয়। এখন তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আবু নোমান বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুলের আব্দুর রউফের ছেলে। ছিনিয়ে নেয়া ব্যাগে ১লক্ষ ৭৫হাজার ৭শত ২৫ টাকা ছিল।