- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

সোহেল রানা,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
আজ দুপুরে প্রধান নির্বাহী প্রকৌশলী,ঢাকার দপ্তর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান কে কাজের ওয়ার্ক অর্ডার দিয়েছে। নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত চিঠি টি মাননীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এর দপ্তরে আসার পর কুমারখালীর মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস পরেছে।
সকল জল্পনা কল্পনার অবসান হলো, এই সেতু নির্মাণ হলে কুমারখালীর দক্ষিণ অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটবে পাশাপাশি ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে, খুলে যাবে মানুষের ভাগ্য।
দীর্ঘদিনের প্রতিক্ষীত অপেক্ষা শেষ হওয়ার জন্য কুমারখালীর মানুষ সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন।
সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ বলেন, জাতীয় সংসদে আমি প্রথমেই কুমারখালীর মানুষের ভাগ্যন্নোয়নে এই সেতুর বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে অবগত করলে, তিনি দ্রুত সেতুর কাজের ওয়ার্ক অর্ডার দেওয়ার নির্দেশ দেন।
তারই ফলশ্রুতিতে আজকে সেতুর বাস্তবায়নের জন্য কাজের ওয়ার্ক অর্ডার এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে সেতুর কাজ শুরু হবে এবং সেতুর কাজ শেষ হলে দুইপাশে দৃষ্টিনন্দন ফুলের বাগান সহ পার্ক নির্মাণের পরিকল্পনাও আছে।