- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে জমকালো আয়োজনে জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার গৌরবময় পথ চলার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি সাংবাদিক জামাল তালুকদার এর সঞ্চালনায় মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসি মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, ইউপি চেয়ারম্যান মোঃ শাহীনুর আলম সাজু, উপজেলা আ‘লীগ এর সহ-সভাপতি মোঃ আলী আজগর, প্রেসক্লাব এর সাবেক সভাপতি সাহাদাত হোসেন কাজল, মোঃ মোহন মিয়া, এসএম রফিকুল ইসলাম রফিক, পল্লীবিদ্যুৎ পরিচালক পপি সাহা, বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত সেন, সহকারী অধ্যাপক সমরেন্দ্র রিছিল, আব্দুল আজিজ, প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক প্রমুখ।
অতিথিরা ভোরের ডাকের দীর্ঘায়ু সাফল্য কামনা করেন ও নির্ভীক সাহসী পথ চলার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে দুর্গাপুরের প্রানের দাবী ‘‘দুর্গাপুরে রেলপথ চাই’’ বলে সকলেই অভিমত প্রকাশ করেন। এ সময় প্রেসক্লাবের সাংবাদিকগণ, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।