- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

মতিউর রহমান, সরিষাবাড়ি, জামালপুর ঃ
জামালপুরের সরিষাবাড়িতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এর যোগদানের মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত বর্ষ জন্ম জয়ন্তি ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসশন আয়োজিত দিন ব্যাপি নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হয়।
১৭ মার্চ সকাল ৭টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয় বন্যাঢ্য র্যালি এবং শিশুদের চিত্রাংকন একক সংগিত দলীয় সঙ্গিত ও দলীয় নৃত্য প্রতিযোগীতা। র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর বহুমাত্রিক জীবণ আলেখ্য নিয়ে আলোচনা সভা। এতে সভাপতিত করেন¡ উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. মুরাদ হাসান কিংবদন্তি মহা নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবণ ও রাজনৈতিক দূরদর্শিতা এবং দেশ প্রেম তুলে ধরে আলোকপাত করেন। এড. জহুরুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ এড. আব্দুলাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশাহ, সাধারণ সম্পাদক হারুন অর রশীদসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুুলে দেন আলহাজ ডা. মুরাদ হাসান। এ সময় সকল সরকারী বেসরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।