- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি তোবারক হোসেন খোকন
জেলার দুর্গাপুর উপজেলার ফারাংপাড়া গ্রামে শনিবার রাতে মোটর সাইকেলের চাপায় মর্জিনা বেগম (৩০) নামক এক গৃহবধু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ফারাংপাড়া গ্রামের সোলায়মানের স্ত্রী মর্জিনা বেগম ঐদিন সন্ধ্যা রাতে বাড়ীর সামনের রাস্তায় পায়চারী করার সময় অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় মর্জিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। দুর্গাপুর থানার অফিসার ওসি মো. মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।