- বিশেষ ক্ষমতা আইনে ১৭ টি মামলা ৭টি জিডি চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সাফল্য - September 25, 2023
- জামালপুর জেলার নিবার্চনী হালচাল - September 23, 2023
- সরিষাবাড়ীতে সংস্কার হলো রাস্তা, কমলো জনদূভোর্গ - September 23, 2023

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি তোবারক হোসেন খোকন
জেলার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে সকাল ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা আওয়ামীলীগ‘র নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী ও সামাজিক প্রতিষ্ঠানের অংশ গ্রহনে এক বিশাল র্যালি পৌর শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বিশাল কেক কাটার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের সুচনা করা হয়। ইউএনও মোহাম্মদ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সিনিয়র এএসপি দুর্গাপুর সার্কেল শাহ্ শিবলী সাদিক, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ, সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, পৌর মেয়র মাওলানা আব্দুস ছালাম, প্রবীন রাজনীতিবীদ বাবু দূর্গাপ্রসাদ তেওয়ারী, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশীদ, ওসি মিজানুর রহমান আকন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ রুহুল আমীন চুন্নু প্রমুখ। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা বিষয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক সমরেন্দ্র রিছিল, নাসরিন হেলালী, গৌতম মল্লিক, প্রভাষক লিয়াকত আলী, শামীম আজাদ, আবু সাদেক, লিপা আক্তার প্রমুখ।