Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

সোহেল রানা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার পোড়াদহে ট্রেনের ধাক্কায় আকাশী খাতুন (১৮) নামে একজন কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পোড়াদহ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলেমান হোসেন মোল্লা এই তথ্য
নিশ্চিত করেছেন।
নিহত আকাশী খাতুন উপজেলার পোড়াদহ ইউনিয়নের কালিনাথপুর গ্রামের আমীর হোসেনের মেয়ে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের অনার্সের ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে আকাশী খাতুন পোড়াদহ স্টেশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩টার দিকে
তার মৃত্যু হয়।