- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি তোবারক হোসেন খোকন
‘‘নিরাপদ মানস্মত পন্য’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে নেত্রকোনার দুর্গাপুরে জতীয় ভোক্তা অধিকার দিবস ২০১৯ পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এক র্যালি পৌর শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) আনোয়ার হোসেন আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ তোফায়েল আহমেদ। অন্যদের মধ্যে আলোচনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, পরিসংখ্যান কর্মকর্তা সাগর সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ভোক্তা অধিকার কি? এ সম্পর্কে শুধু দিবস পালনেই নয়, উপজেলার সকল স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে ঘন ঘন আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে উল্লেখযোগ্য দিক গুলো তুলে ধরার জন্য সকলকে অনুরোধ জানান। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।