Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023


কুষ্টিয়ার ইবি থানাধীন মনোহরদিয়া ইউনিয়নের বলরামপুরে সবজের মোল্লা(৪০) নামে এক ধর্ষক দীর্ঘদিন ধরে আপন ভাবিকে ধর্ষণ করে আসছে। ধর্ষিতা নবিরন খাতুন(৪৭) দুই ছেলে ও দুই মেয়ের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, বলরামপুরের আনজেদ মোল্লার স্ত্রী নবিরন খাতুন, সবজের মোল্লার আপন ভাই আনজেদ মোল্লা কিছুটা প্রতিবন্ধী হওয়ায় তার স্ত্রী নবিরন খাতুনকে দীর্ঘদিন যাবত জোরপুর্বক ধর্ষণ করে আসছে কিন্তু নবিরন নেছা লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলেনি বলে তিনি জানান। আনজেদ মোল্লার বড় মেয়ের সাথে তার আপন ছোট ভাই সবজের মোল্লার ছেলের প্রেমের সম্পর্ক হয় এবং তারা ১০মাস পুর্বে গোপনে বিয়ে করে। কিন্তু বিয়ের ৩মাস পর বিষয়টা জানাজানি হলে ছেলে মেয়ে উভয় বাসা থেকে পালিয়ে যায়। সেই থেকে ৭মাস আনজেদ মোল্লা ও সবজের মোল্লা দুই ভায়ের মধ্যে সম্পর্ক খারাপ হয় এবং তাদের কেউ কারো সাথে কোন কথা বার্তা বলা বন্ধ করে দেই। কিন্তু কিছু দিন আগে সবজের মোল্লা তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে গত ১৪/০৩/১৯ ইং তারিখে রাত ২টার দিকে অন্ধকারে ভাবি নবিরন খাতুনকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়রা ইবি থানার ওসি রতন শেখকে জানালে ওসি তাৎক্ষনিক ভাবে ফোর্স পাঠিয়ে ধর্ষক সবজের মোল্লাকে আটক করে। সবজের মোল্লা ও আনজেদ মোল্লা বলরামপুরের মৃত আলম মোল্লার ছেলে।