কিশোরগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন ও র‌্যালী

0

সামসুজ্জামান সুমন,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ॥ বুধবার সকালে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা সপ্তাহের মেলার মাঠে এক সমাবেশে মিলিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতারের সভাপতিত্বে ও গাড়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনেওয়াজ শাহ্’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির মহাসচিব শরিফুল ইসলাম সাজু,জনকল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক ছাইয়্যেদ হোসেন সাবুল,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন,দৈনিক বায়ান্নর আলোর কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি খাদেমুল মোরসালিন শাকীর,শিক্ষক নেতা হেদায়েত হোসেন, এ এন শরীফ মাহ্মুদ,আজহারুল ইসলাম আল আজাদ ও রউফুল ইসলাম প্রমূখ। বক্তারা প্রাথমিক শিক্ষার গুনগত মান বিষয়ে সরকারের সফলতা নিয়ে ও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কর্মকান্ডের বিষয়ে দৃষ্টি আলোকপাত করেন।

প্রধান অতিথি আতাউর রহমান শাহ্ দুলু বলেন,উপজেলা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভাল ফলাফল করবে তাদেরকে আগামীতে পুরুস্কার প্রদান করা হবে। এ সময় উপজেলা সকল ক্লাষ্টারের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিকালে শিক্ষা মেলায় আলোচনা সভা ও সাংস্কৃুতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচীর সমাপ্তি ঘটে।

Leave A Reply