- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

সেলিম রেজ, বগুড়া ঃ
বগুড়ার শেরপুরে দেশি মুরগির খামারে স্বাবলম্বী ৩ শতাধিক মানুষ শিরোনামে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রিক মিডিয়া ও অনলাইন পোর্টালে প্রকাশিত হওয়ায় জনপ্রশাসন মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব শেখ মুজিবুর রহমান উৎসাহি হয়ে দেশি মুরগির খামার পরিদর্শন করেছেন। গত ১২ মার্চ সন্ধায় উপজেলার দেশি খামার পরিদর্শন শেষে তিনি খামারিদের বলেন, স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারেও আসে আর্থিক সচ্ছলতা। তাই মাত্র পঞ্চাশটি মুরগি নিয়ে শুরু করা খামারটিতে বর্তমানে আট শতাধিক দেশি মুরগি রয়েছে। বিগত চার বছরের ব্যবধানে ব্যবসার পরিধি বাড়ায় শূন্য থেকে লাখপতি বনে গেছেন হতাশ যুবক জাকারিয়া। কেবল জাকারিয়াই নয়, তার মতো এই উপজেলার তিন শতাধিক শিক্ষিত বেকার যুবক-যুবতী ভেটেরিনারি সার্জন ডাঃ রায়হানের নিকট থেকে প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে দেশি মুরগির (অর্গানিক) খামার গড়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী শেখ বলেন, ভেটেরিনারি সার্জন ডাঃ রায়হান দক্ষ একজন কর্মকর্তা। তার বাণিজ্যিক ভিত্তিক দেশি মুরগির খামার মডেল হিসেবে যেন সারাদেশে বিস্তৃতি লাভ করে নিজস্ব চিন্তা-চেতনা ও সহযোগিতায় গড়ে উঠা বাণিজ্যিক দেশি মুরগির খামার ইতোমধ্যে লাভ জনক হিসেবে ব্যাপক সফলতা পেয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সবির কুমার পাল ও দেশি মুরগির খামারিরা।