- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

রবিউল কবির মনু গোবিন্দগঞ্জ,গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় সকল কার্যসহকারীদের চাকুরী স্থায়ীকরণের দাবীতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা গেট চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
গোবিন্দগঞ্জ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের আয়োজনে আজ সকাল ১১ টায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে কর্মসূচীর কার্যসহকারীরা অংশ নেয়। ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ সমিতির পক্ষে থেকে বক্তব্য রাখেন সামিউল ইসলাম নোমান,হাবিব চৌধুরী,সাকিব খান লেবু,মিলন মিয়া, পাভেল সরকার,লিটন মিয়া বাবু,আব্দুল আউয়াল বুলবুল,নাহার খাতুন, ,ন্যাশনাল সার্ভিস যুব কল্যাণ সমিতি আর অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় সকল কার্যসহকারীদের চাকুরী স্থায়ীকরণের দাবীতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা গেট চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
গোবিন্দগঞ্জ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের আয়োজনে আজ সকাল ১১ টায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে কর্মসূচীর কার্যসহকারীরা অংশ নেয়। ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ সমিতির পক্ষে থেকে বক্তব্য রাখেন সামিউল ইসলাম নোমান,হাবিব চৌধুরী,সাকিব খান লেবু,মিলন মিয়া, পাভেল সরকার,লিটন মিয়া বাবু,আব্দুল আউয়াল বুলবুল,নাহার খাতুন, ,ন্যাশনাল সার্ভিস যুব কল্যাণ সমিতি আর অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন।