- বিশেষ ক্ষমতা আইনে ১৭ টি মামলা ৭টি জিডি চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সাফল্য - September 25, 2023
- জামালপুর জেলার নিবার্চনী হালচাল - September 23, 2023
- সরিষাবাড়ীতে সংস্কার হলো রাস্তা, কমলো জনদূভোর্গ - September 23, 2023

রবিউল কবির মনু গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারী জলাশয় ইজারা টেন্ডার দাখিলকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে সংর্ঘষ, সাংবাদিক সহ ১০ জন আহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারী জলাশয় ইজারা টেন্ডার দাখিলকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে সংর্ঘষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিক সহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আজ সকালে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। নিবার্হী অফিসারের কার্যালয়ে রাখা জলাশয় ইজারা টেন্ডার বাক্সে দরপত্র দাখিল করার সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং ধাওয়া পাল্লা ধাওয়া শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় স্থানীয় সাপ্তাহিক কাটাখালী পত্রিকার সম্পদক মোয়াজ্জেম হোসেন হামলার শিকার হন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন অনিদৃষ্টকালের জন্য টেন্ডার স্থগিত করেছেন।