- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
‘‘শান্তি, শৃংখলা, উন্নয়ন ও নিরাপত্তায় আনসার-ভিডিপি’’ এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে আনসার ও ভিডিপি সমাবেশ।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা চত্ত্বরে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাজু আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তোফায়েল আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি শামীম কবীর, টিআই হালিমা খাতুন, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, এসএম রফিকুল ইসলাম রফিক, ধ্রুব সরকার প্রমুখ।
সমাবেশে উপস্থিত ৬২০জন আনসারদের উদ্দ্যেশ্যে বক্তারা বলেন, আগামী ১০মার্চ উপজেলা নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ ভাবে সম্পন্নের লক্ষে আনসারদের সঠিক দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানানো হয়।