সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুরকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ছবিদেরিতে হলেও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুরকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
৭ মার্চ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে কাকরাইলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় বক্তৃতায় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিনন্দন জানান।
মন্ত্রী বলেন, ‘আশা করি, বিএনপিও নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসবে। নির্বাচিত হয়ে শপথ না নিলে ভোটার ও জনগণকে অপমান করা হয়।’
প্রসঙ্গত সুলতান মোহাম্মদ মনসুর আজ একাদশ সংসদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন।