- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

আবু মোতালেব হোসেন,নীলফামারী প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে। বুধবার (৬ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তর চৌরঙ্গি মোড়ে এই কর্মসুচী অনুষ্ঠিত হয়।
‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো’ শ্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে ্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল।
নারী পরিষদের সাধারণ সম্পাদক ফরিদা আক্তারের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল বক্তব্য সমাবেশে।
জাতীয় মহিলা সংস্থা, ব্র্যাক, আরডিআরএস, পল্লী শ্রী, ওর্য়াল্ড ভিশন, টিআইবি-সনাক, ইউএসএস, ল্যাম্ব, কদম, এডাবসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা এতে অংশগ্রহণ করে।
এদিকে নীলফামারীর সৈয়দপুরে তিনদিন ব্যাপী নারী মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম কিবরিয়া। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী।