- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

খলিলুর রহমান,তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জ উপজেলায় জেন্ডার বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক আদর্শিক মূল্যবোধ তৈরী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমপুর ইউনিয়নের ভীমপুর এসডিএফ হলরুমে পল্লীশ্রী রংপুর ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের আয়োজনে ওই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় । ওই সভায় প্রজনন স্বাস্থ্যে নারীর অবস্থা যৌনতা নারীর উপর প্রজনন স্বাস্থ্য এর প্রভাব যৌন ও প্রজনন স্বাস্থ্যে নারীর অধিকার বিষয়ক বিভিন্ন দিকসহ নির্দেশনামূলক বক্তারা তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের ইমাম আমির উদ্দিন, সাবেক ইউপি সদস্য লায়লা আঞ্জুমান, ভীমপুর বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, সমাজ সেবক হামিদুল ইসলাম, শিক্ষার্থী জান্নাতুন নাহার, হাসান মিয়া ও পল্লীশ্রী ক্রিয়েটিং স্পেস প্রকল্পের প্রজেক্ট অফিসার সাজেদুল ইসলাম সুজন প্রমূখ।