- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

মেহেদী হাসান, টাঙ্গাইল
সবাই মিলে ভাবো,নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলে মানববন্ধন পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নারী দিবসে একাত্ততা প্রকাশ করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা, প্রোগ্রাম কর্মকর্তা বায়েজীদ, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান, টাঙ্গাইল পৌর মানবাধিকার কমিশনের সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ । মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা, নারী মুক্ত সংঘ, লাইট হাউজ, জাতীয় মহিলা সংস্থা, সরকারি শেখ ফজিলাতুন নেসা মহিলা মহাবিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল পৌরসভা, এলজিইডি, ব্র্যাক, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
কালিহাতীতে বুধবার (৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং কালিহাতী তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খাইরুন নাহার, কালিহাতী নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহাসহ সেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য ও কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা-শিক্ষার্থীবৃন্দ।