- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী সব-রেজিষ্টার অফিস সংলগ্ন মিল্টনের ইন্টারনেটের ব্যবসা প্রতিষ্ঠানে মঙ্গলবার(৫ মার্চ১৯ইং) বিকেলে ডিবি পরিচয়ে ৩ যুবক ২০ লক্ষ টাকা চাদা দাবী করায় তাদের কে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
গ্রপ্তারকৃতরা হলেন-ধনবাড়ী উপজেলার প্যারিআটা গ্রামের রুকু হাজীর ছেলে রিটু,চালাষ এলাকার হযরত আলী(৩৩) সহ রাজু এরা তিনজন মাথায় হেলমেট পরিহিত অবস্থায় ডিবি পরিচয় দিয়ে তার প্রতিষ্ঠানের কাগজ পত্র ঠিক নেই বলে ২০ লক্ষ টাকা চাদা দাবী করে। এসময় তাদের কে ভূয়া ডিবি মনে হলে ধনবাড়ী থানা পুলিশ কে খবর দেয়।
ধনবাড়ী থানার এস আই নূরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ঐ ৩ প্রতারক কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান সাংবাদিকদের জানায় মামলার প্রস্তুতি চলছে।