- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে সরকারী জলমহাল ইজারায় সরকারি নীতিমালা উপো করে অনিয়মের মাধ্যমে পুকুর লীজ দেবার অভিযোগ উঠেছে। নীতিমালার তোয়াক্কা না করে উপজেলা ইজারা বন্দোবস্ত কমিটি যেন পুকুর নিয়ে পুকুর চুরিতে ব্যস্ত।
জানা গেছে, উপজেলার ৫৬ টি জলমহাল মৎস্যজীবি সমিতির মাঝে তিন বছর মেয়াদে ইজারা দেবার জন্য গত ২০ জানুয়ারী আবেদনপত্র আহবান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। কিন্তু ব্যাপক প্রচার না হওয়ায় শেরপুর উপজেলায় ৫৬টি জলমহালের বিপরীতে মাত্র ১৩টি জলমহালের ২০টি আবেদনপত্র জমা পড়ে। গত ২৫ ফেব্র“য়ারী উপজেলা জলমহাল ইজারা বন্দোবস্ত কমিটির সভায় ১৩টি জলমহালের মধ্যে ১০টি জলমহাল ইজারার সিদ্ধান্ত চুড়ান্ত হয় বাকি ৩টি জলমহালের মধ্যে শালদিঘী নামের জলমহালটির ব্যাপারে তদন্ত ও ২টি জলমহালের (বড়দাম ও চরকগাড়ী) মতামত প্রদানের জন্য জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
নিয়মঅনুযায়ী অনুমোদিত জলমহাল ও সমিতির তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের নোটিশ বোর্ডে টানানোর কথা থাকলেও নোটিশ বোর্ডে তা দেখা যায়নি। এছাড়া অভিযোগ উঠেছে জলমহাল ইজারা নীতিমালা উপো করে অনিয়ম ও দুনীতির মাধ্যমে জলমহাল ইজারার।
উপজেলা ইজারা বন্দোবস্ত কমিটির বিধি বর্হিভুত সিদ্ধান্ত বাতিলের দাবীতে বগুড়া জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার বিশালপুর ইউনিয়নের গোয়ালবিশ্বা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সদস্য মো. খোরশেদ আলী।
অভিযোগ সুত্রে জানা গেছে, নীতিমালা অনুযায়ী জলাশয় তীরবর্তী মৎস্যজীবি সমবায় সমিতি ইজারা বন্দোবস্ত পেতে অগ্রাধিকার পাবার কথা থাকলেও নীতিমালার তোয়াক্কা না করে গত ২৫ ফেব্র“য়ারী শেরপুরের বড়পুকুরিয়া জলমহালটি গোয়ালবিশ্বা দণিপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর নামে ইজারার জন্য অনুমোদন করা হয়েছে। প্রকৃতপে ওই জলমহাল পাবার হকদার গোয়ালবিশ্বা মৎস্যজীবি সমবায় সমিতি লি.। কেননা, ওই সমিতির সভাপতি সেক্রেটারী সহ ১৮ জন পুকুরপাড়েই বসবাস করে এবং তারা ১ লাখ ৭৫ হাজার টাকা বার্ষিক ইজারা মুল্য ডেকেছে। অন্যদিকে গোয়ালবিশ্বা দণিপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লি. এর মাত্র ৪ জন সদস্য পুকুরপাড়ে বাস করে এবং তারা বার্ষিক ইজারা মুল্য ডেকেছে ১ লাখ ৩২ হাজার ৫শ টাকা। তারপরও অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নীতিমালার তোয়াক্কা না করে তাদের বন্দোবস্ত দেবার সুপাারিশ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। উপজেলা জলমহাল ইজারা বন্দোবস্ত কমিটির সদস্য সচিব সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, জলমহাল ইজারার বিষয়ে আমি কিছু জানি না। সব কিছু ইউএনও স্যারের অফিস থেকেই হয়। উনিই সব বলতে পারবেন।