- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

সেলিম রেজা, বগুড়া, প্রতিনিধিঃ
বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে চাচা কর্তৃক ভাতিজির সম্পত্তি চক্রান্ত করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জেলা বগুড়ার শেরপুর থানা সিনিয়র সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করা হয়েছে। যাহার নং-১৪/২০১৯ অন্য। মোকদ্দমা সূত্রে জানা যায়, বাদীনীর চাচা মোঃ আব্দুর রশিদ, পিতা মৃত কছিম সরদার, সাং কচুয়াপাড়া, থানা শেরপুর, জেলা বগুড়া। চক্রান্তমূলক ভাবে তাহাকে তার পিতার ওয়ারিশ থেকে বঞ্চিত করার কুমানুষে স্থানীয় বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যানের সহিত যোগসাজস করে তার জন্মসনদ বাতিল তথা পরির্বতন করার জন্য চেয়ারম্যানের মাধ্যমে তার ভুল তথ্যের ভিত্তিতে অনলাইনে প্রকাশ করা হয় যে মোছা ঃ রোকসানা পারভীন পিতা মোঃ আলিমুদ্দিন সরকার, মাতা- হালিমা বিবি, গ্রামঃ শাহানগর, ওর্য়াড নং-০৩ থানা শেরপুর, জেলা বগুড়া দিয়ে অনলাইনে প্রকাশ করিয়া সেই ভুলভাবেই তাহার চাচাকে একটি জন্ম সনদ দেওয়া হয়েছে। অর্থাৎ তার পিতার নাম, মাতার নাম, ঠিকানা সহ সব কিছুই ভুল ভাবে বদলিলে দেওয়া হয়েছে। বাদিনী এ বিষয়টি জানতে পেরে অনলাইন তল্লাশি করে যাহার একটি কপি সংগ্রহ করে এবং যাহার বিরুদ্ধে জেলা বগুড়ার শেরপুর থানা সিনিয়র সহকারী জজ আদালতে ১৪/২০১৯ অন্য প্রকার একটি মোকদ্দমা দায়ের করে। যে বিষয়ে তার বহু প্রমান ও স্বাক্ষীয়াদি আছে বলে জানান। তার জন্মের পর টিটি কার্ডে তার প্রকৃত ও সঠিক জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, ভোটার লিষ্ঠ, বিবাহের রেজিট্টির কাবিননামা, তার নিজ নামীয় রেজিট্্ির দলিলসহ আরও বহু প্রমান আছে যে, তার পিতার নাম মোঃ রইচ উদ্দিন, মাতার নাম মোছাঃ মর্জিনা বিবি, গ্রামঃ কচুয়াপাড়া, থানা শেরপুর, জেলা বগুড়া ইত্যাদি সঠিক ভাবেই আছে। তার মাতা মর্জিনা বিবি ও যাকে মাতার নাম উল্লেখে যে অনলাইনে প্রকাশ করা হয়েছে সেই হালিমা বিবিও বর্তমানে জীবিত আছে। শুধু তার চাচা মোঃ আব্দুর রশিদ চক্রান্তমূলক ভাবে তার পিতা-মাতার সম্পত্তি হইতে বঞ্চিত করার কুমানুষে চেয়ারম্যানের সহিত যোগসাজস করে এরুপ অনলাইনে প্রকাশ করা হয়েছে মাত্র। যে অনলাইনে প্রকাশ করার বিষয় সর্বদায় বাতিল যোগ্য হইতেছে বটে। প্রকাশ থাকে যে, তিনি তার পিতা-মাতার একমাত্র সন্তান। তার পিতার প্রকৃত নাম মোঃ রইচ উদ্দিন, মাতার নাম মোছাঃ মর্জিনা বিবি, গ্রামঃ কচুয়াপাড়া, পোষ্ট- পেঁচুল, থানা-শেরপুর, জেলা-বগুড়া, জন্ম তারিখ-১৯/০৭/১৯৮৯ ইং তারিখে মোছাঃ রোকসানা পারভীন জন্ম গ্রহন করে। যাহা গণপ্রজান্ত্রী বাংলাদেশ জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্য্যালয় বিশালপুর ইউনিয়ন পরিষদ শেরপুর, বগুড়া। তার জন্ম-সনদ অনুযায়ী নিবন্ধন বহি নং-০৬ নিবন্ধনের তারিখ ২০/০৭/২০০৬ সনদ ইসুর তারিখ ০১/০৩/২০১৫ ইং জন্ম নিবন্ধন নং-১৯৯৩১০১৮৮১৯০২৭৩৮৪। ভোটার নং- ১০১২৭০৯০২৬৮৬। এ ব্যাপারে রোকসানা পারভীন তার প্রকৃত ও সঠিক জন্মসনদ ঠিক রাখিয়া অনলাইনে দেওয়া ভ’লতথ্য বিষয়ে সংশোধন না করার বিষয়ে স্থকিত রাখার জন্য জেলা বগুড়ার শেরপুর থানা সিনিয়র সহকারী জজ আদালতে উল্লেখিত নম্বারে একটি মোকদ্দমা দায়ের করেন। যাহা বর্তমানে আদালতে চলমান আছে।এ ব্যাপারে বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন খাঁন এর সাথে কথা বললে তিনি বলেন যে, উক্ত বিষয়ে আদালতে জবাব দেওয়া হবে।