- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

হাফিজুর রহমমান.
টাঙ্গাইলের ধনবাড়ীতে মারুফ নামের এক মাদ্রাসা নিখোজ হয়েছে বলে অভিযাগ উঠেছে।
মারুফের বাবা সাইফুল ইসলাম সাফু সহ মারুফের মা জানায়, তার ছেলে মারুফ কে গত ৭ মাস আগে ধনবাড়ী জামিয়া আরাবিয়া বাজার মাদ্রাসায় ভর্তি করে দেন। হঠাৎ করেই গত ১৬ ফেব্রুয়ারী মাদ্রাসা কর্তৃপক্ষ মুঠোফোনে মারুফের পরিবার কে মারুফ নিখোঁজ হওয়ার সংবাদ দেয়।
আত্মীয় স্বজনদের বাড়ীতে খোঁজাখুজির পর না পেয়ে মারুফের বাবা সাইফুল ইসলাম সাফু গত ২৩ ফেব্রুয়ারী ধনবাড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেছেন । ডায়রী নং-৮২০।
মারুফ ধনবাড়ীর পাশের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের আম্বাড়ীয়া গ্রামের সিএনজি ড্রাইভার সাইফুল ইসলাম সাফু এর ছেলে।