Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

মো.মিজানুর রহমান নাদিম বরগুনা প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার তেতুলবাড়ীয়া সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় পায়রা নদীতে ডুবে গেছে ১৫টি মাছধরার ছোট বড় ট্রলার। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকা বাসী ২ জনকে জীবিত উদ্ধার করেছে এবং এখনো নিখোঁজ রয়েছে তেতুলবাড়ীয়ার একই পরিবারের ৪ জন এরা হল তেতুল বাড়ীয়ার, ছালাম মাঝী,(৫৫) ও তার দুই পুত্র জয়নাল (২২),আয়নাল (২০), ও তার জামাতা সোলায়মান (২৮)
জানা যায়, আজ সোমবার ভোররাতে ট্রলার গুলো আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে মোট ২০ জন মাঝি পাল্লা পায়রা নদীতে ডুবে যায়। খবর পেয়ে এলাকা বাসী ট্রলার নিয়ে ডুবান্ত ট্রলার গুলো টেনে কূলে নিয়ে আসে। এলাকাবাসীরা অভিযোগ করে বলেন সকিনা বিটের কোস্টগার্ডেদের বারবার বলা সত্যেও তারা ঘটনাস্থলে আসে দুপুর ১২টায়।
তালতলী মৎস্য শিকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলম মেম্বর জানান, এখন পর্যন্ত ১৫টি ট্রলার ডুবে যাওয়ার খবর জানি এবং একই পরিবারের ৪জন জেলে নিখোজ রয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ড ভোলা অফিস থেকে লেঃ কর্নেল নুর জামাল মুঠোফোনে জানান সকাল থেকে আমাদের সকল কোস্টগার্ড নদীতে আছে।ঘটনার সত্যতা নিশ্চিত করলে ও নিখোঁজ ও উদ্ধারের সঠিক তথ্য তাৎক্ষনিক জানাতে পারেনি।