- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

সোহেল রানা:- কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে শিমলা পারভিন (১৬)নামের এক স্কুল ছাত্রী গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শিমলা পারভিন উপজেলার খলিসাকুন্ডি গ্রামের হাওরাপাড়ার মোহাঃ আজিবার রহমানের মেয়ে। শিমলা খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীয় ছিলেন।
আজ দুপুর ২:৩০মিনিটে নিজ বাসায় আত্মহত্যা করে ওই ছাত্রী। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ নজরুল ইসলাম ও পারিবারিক সূত্র জানায়, শিমলা পারভিনের মাথাই সমস্যা ছিলো মাঝে মধ্যে বাড়ী থেকে হঠাৎ চলে যায়।মাথাই সমস্যার কারনেই এ মৃত্যুর ঘটনা ঘটিয়েছে। এব্যাপারে দৌলতপুর থানাতে অপমৃত্যু মামলা রুজু করা হয়।