টাঙ্গাইলের মধুপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)

0

মধুপুর (টাংগাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আহম্মেদ পলি। গতকাল রোববার (১৭ ফেব্রুয়ারি) তিনি তার নতুন কর্মস্থল মধুপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

এর আগে ঢাকা বিভাগীয় কমিশনার কাযার্লয়ের এক আদেশে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে তিনি যোগদান করেন।

বিসিএস ২৮তম ব্যাচের ওই কর্মকর্তা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।

উল্লেখ্য, বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস মধুপুর উপজেলা নির্বাহী অফিসার থেকে বিদায় নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাইদ খোকনের একান্ত সচিব হিসেবে যোগদান করেছেন।

Leave A Reply