- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

কুষ্টিয়া থেকে সোহেল রানা-:কুষ্টিয়ার মিরপুরে এককেজি গাঁজাসহ বাবলু মন্ডল নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া’র অফিসার ইনচার্জ সিকদার আককাছ আলী (পিপিএম,আই জি ব্যাজ)’র দিক নিদের্শনায় এসআই মোঃ আব্দুল হালিম, এসআই তৌহিদুল ইসলাম চৌধুরী এবং সংগীয় ফোর্সসহ বুধবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে উপজেলার চারমাইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাবলু মন্ডলকে আটক করে।
এসময় তার শরীর তল্লাশী করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত বাবলু মন্ডল কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঢেপাহাটি গ্রামের মৃত শফি উদ্দিন মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।