Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- কাশিমপুরে অবৈধ তিতাস গ্যাস সংযোগের মহা উৎসব - December 2, 2023
- জামালপুরে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত – স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল - December 2, 2023
- জামালপুরে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু’র মনোনয়নপত্র দাখিল – সাংবাদিকদের সাথে মতবিনিময় - December 2, 2023

মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলায় যৌতুকের দাবিতে স্বামীর অত্যাচার সইতে না পেরে মারিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
গতকাল সোমবার গভীর রাতে উপজেলার পচাঁকোড়ালিয়া গ্রামে আত্মহত্যার এ ঘটনাটি ঘটে। পরিবার ও স্থানীরা জানাযায় ১ বছর আগে উপজেলার হাড়িপাড়া এলাকার রহিম মোল্লার ছেলে সজিব মোল্লার সঙ্গে পচাঁকোড়ালিয়া গ্রামের মধু মিয়ার মেয়ে মারিয়া বেগমের বিয়ে হয়।
বিয়ের কিছু দিন পরেই যৌতুকের জন্য মারিয়ার সাংসারিক জীবনে অশান্তি নেমে আসে। গৃহবধূ মারিয়াকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিল স্বামী সজিবসহ শশুর শাশুড়ি। প্রায়ই সজিব মারিয়াকে মারধর করতো। যৌতুকের দাবিতে স্বামী সজিব মারিয়াকে ১৫ দিন আগে মারিয়ার বাপের বাড়িতে দিয়ে যায় এবং মোবাইলে বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতেন বলে জানিছেন মারিয়ার পরিবার কিন্তু গরীব বাবার পক্ষে যৌতুক দেওয়ার সামার্থ্য নেই।
মারিয়ার বাবা মধু মিয়া ও তার মা রাবেয়া দিনমজুরের কাজ করেন চট্রগ্রামে। তিনটি মেয়ে সন্তান মধু মিয়ার। একদিকে বাবার ব্রেন ক্যান্সার অন্যদিকে স্বামীর যৌতুকের টাকার চাপ
তাই চাপ সইতে না পেরে সোমবার রাতে নিজের ঘরে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মারিয়া। ঘটনার দিন গভির রাত পর্যন্ত মারিয়া তার স্বামীর সঙ্গে মোবাইলে কথার কাটাকাটি হয় বলে জানান মারিয়ার পরিবার। পরে সকালে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তালতলী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা পুলক চন্দ্র জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। স্বামীও স্ত্রীর সঙ্গে ঘটনার আগে মোবাইলে কি কথা হয়েছে তা চেক করে ও ময়নাতদন্তের রির্পোট আসার পর আইগত ব্যবস্থা নেয়া হবে।