- কাশিমপুরে অবৈধ তিতাস গ্যাস সংযোগের মহা উৎসব - December 2, 2023
- জামালপুরে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত – স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল - December 2, 2023
- জামালপুরে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু’র মনোনয়নপত্র দাখিল – সাংবাদিকদের সাথে মতবিনিময় - December 2, 2023

ভোররাত থেকেই জমজমাট হতে থাকে এই বাজার।
উৎসবের মৌসুমে ফুলের দাম এমনিতেই বেশি থাকে। তবে ক্রেতারা জানান এবার ফুলের বাজার আরও চড়া।
গা ভরে গাদা ফুল নিয়ে যাচ্ছেন এক খুচরা ব্যবসায়ী।
ফুলের বিকিকিনিতে ব্যস্ত পথও।
বিভিন্ন এলাকার ফুল ব্যবসায়ীসহ বিশেষ দিনকে ঘিরে অনেক মৌসুমি ব্যবসায়ী এখান থেকে পাইকারি দামে ফুল কিনে নিয়ে যান।
আকৃতি ভেদে শ খানেক গোলাপের দাম ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত হয়েছে আজ।
দরদামের এক মুহূর্তে…
অনেক প্রজাতির ফুল পাওয়া গেলেও গোলাপ ছিল সবার শীর্ষে
রাস্তাজুড়ে এ বাজার বাসায় যানবাহন চলাচলে সাময়িক সমস্যার সৃষ্টি হয়। পরে অবশ্য পুলিশ সকাল সাড়ে ৭ টার মধ্যে মূল সড়ক থেকে ব্যবসায়ীদের সরিয়ে দেয়।
সূত্র: দৈনিক প্রথম আলো ১৩/০২/২০১৯ইং