- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

মো.মিজানুরর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে ১১০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে তালতলী থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কড়ইবাড়িয়া ইউনিয়নের পূর্ব ঝাড়াখালি খালেক আকনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে খাইরুল আমিন(২২) কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,তালতলী থানার এস.আই আব্দুল খালেক ও এস.আই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে খাইরুল আমিনকে ১১০পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।
এ সময় তার কাছ থেকে ১১০ পিচ ইয়াবা জব্দ করা হয়। আটকৃত খাইরুলআমিন শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের মো. খলিলুর রহমানের পুত্র ।
উক্ত ঘটনায় এস.আই আব্দুল খালেক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।