সরিষাবাড়ীতে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভার মধ্য দিয়ে আজ বুধবার সরিষাবাড়ীতে পালন করা হলো আন্তর্জাতিক মহান মে দিবস।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও শ্রমিক ফেডারেশন যৌথভাবে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের বড় বড় সড়ক প্রদক্ষিণ করে উপজেলার নির্বাচন অফিস সংলগ্ন অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

মহান মনে দিবসের এবারের প্রতিপাদ্যের আলোকে শ্রমিক – মালিক সুসম্পর্কের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

বিশেষ অতিথি হিসেবে মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, বীর  মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন পাঠান, চেয়ারম্যান সরিষাবাড়ী উপজেলা পরিষদ, ড. অধ্যক্ষ হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখা, মোঃ মনির উদ্দিন, মেয়র সরিষাবাড়ী পৌরসভা,মোঃ সাদ্দাম হোসেন সহকারী কমিশনার ভূমি সরিষাবাড়ী।

মোঃ মোয়াজ্জেম হোসেন, সভাপতি, জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখা, শ্রমিক নেতা মিশু, মোহাম্মদ সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক অটো বাইক শ্রমিক ইউনিয়ন সরিষাবাড়ী।

 

এ ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো দিবসের তাৎপর্য তুলে ধরে নানা কর্মসূচি পালন করেন।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.